বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের অনেক নেতাকর্মী বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগ একটি ফোরটোয়েন্টি পার্টি। আমি তাদের সঙ্গে একমত। আমি শুধু এটার সঙ্গে আরও একটু যোগ করতে চাই। আওয়ামী লীগ হলো একটি প্রতারক দল। এই সরকার পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে আমাদের যে অধিকার ছিল সেগুলোকে নষ্ট করেছে।’
জ্বালানি তেলের দাম বাড়ানো এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতা নিহতের প্রতিবাদে
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন আমি ক্ষমতায় গেলে ১০ টাকা কেজি চাল খাওয়াব, ঘরে ঘরে চাকরি দেব। বিনা পয়সায় সার দেব। তাই না ? কিন্তু কোনো কথা রাখেননি।
তিনি বলেন, ‘রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান বলছে, গত সাত বছরে বাংলাদেশ থেকে ২৭০ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকে হিসাব আছে ২৪০ বিলিয়ন ডলারের। আমাদের প্রশ্ন, সেদিনও বলেছিলাম কোনো উত্তর দেননি। এই ৩০ বিলিয়ন ডলার কোথায় গেল? কারা নিয়ে গেল?’