Breaking News

পুলিশের পিটুনিতে আহত ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

ভোলায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম আজ (বুধবার) বিকেল তিনটায় মারা গেছেন। গত রোববার সংঘর্ষে আহত হন তিনি।

আজ বিকেল চারটায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই (রোববার) ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। আহত হন বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন।
তাঁকে প্রথমে ভোলা ও পরে বরিশাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আনা হয়। তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

Check Also

ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে হেনস্তা, প্রতিবাদে বিক্ষোভ

সম্প্রতি ইতালিতে হিজাব পড়ায় এক বাংলাদেশি নারীকে হেনস্তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মুসলিম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *