আইন সংশোধন করে দ্রুত আইনে ধর্ষ,কদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’ প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ছবি: ইন্টারনেট
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ধর্ষ,ক যেই হোক, যেই দলেরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ফাঁসির রায় হবে, দুই তিন বছর পরে হবে কি হবে না ওটা না। আইন সংশোধন করে হলেও দ্রুত আইনের বিচারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধানে আসতে পারবো বলে আমি মনে করি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, নব্বই সালে আমি ছাত্রলীগের সভাপতি, তখন জিহাদের লাশ ঢাকা মেডিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে গিয়েছিলাম। এর জন্য আমি কিন্তু তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে কিছু জিজ্ঞেস করিনি। আমি কিন্তু আমার স্ব-উদ্যোগ স্ব-চিন্তায় জিহাদের লাশ ক্যাম্পাসে নিয়ে আসতে পেরেছিলাম। আজকে যিনি প্রধানমন্ত্রী তাকে আমি ক্যাম্পাসে আসতে বলেছিলাম। তেমনি ভাবে আমান উল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যাম্পাসে আসতে বলেছিলেন। আমরা কখনো তাদেরকে জিজ্ঞেস করে আন্দোলন করবো কি করবো না এগুলো কখনো করিনি। আমরা আন্দোলন করেছি পরবর্তীতে তারা আমাদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন।
তিনি বলেন, ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের কর্মসূচি ফ্লো করে। আমরা নব্বই সালে কিন্তু তা করিনি। নব্বই সালে আমরা ছাত্ররা কর্মসূচি প্রণয়ন করতাম। আমাদের কর্মসূচিগুলো দেখা যেত রাজনৈতিক দলগুলোর সমর্থন দিতো। রাজনৈতিক দলগুলো কোন কর্মসূচি দিলে সেটা আমরা সমর্থন করতাম।
তিনি আরও বলেন, আমরা ভিন্ন একটি অবস্থানে থেকে ১৯৯০ এর আন্দোলন সফল করতে পেরেছিলাম। আমি যদি আমার দলের কথা চিন্তা করতাম তাহলে নব্বইয়ের আন্দোলন সফল হতো না। আমান উল্লাহ আমান যদি তার নেত্রীর কথা চিন্তা করতেন তাহলে সফল নাও হতে পারতো। আমরা আমাদের সক্রিয়তা বজায় রেখেছিলাম বলেই নব্বইয়ে সফল গণঅভ্যুত্থান করতে পেরেছিলাম। আমি আজকে বলব যে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হয়েছিল যে গণতন্ত্র। সে গণতন্ত্র আজ টোটালি অনুপস্থিত হয়ে গেছে। যে কারণে আজকে এই অনৈতিকতা।