ঢাবি ছাত্রীকে ধ,র্ষণ: নুরসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ছবি: ইন্টারনেট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষ,ণ মামলার আসামী নুরুল হক নুরসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তারা সচিবালয়ে স্মারকলিপি হস্তান্তর করে। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতা কর্মীরা। সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যায় মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।
এ সময় বক্তরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে নুরুল হক এবং তার সহযোগীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। দেশে আর কোন নারী যেন ধর্ষ,ণের শিকার না হয় সে জন্য প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা।