আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাছসহ কিছু আলেম। তাঁরা এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার বিকেলে ‘আল্লামা আহমদ শফীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। গত ১৮ সেপ্টেম্বর আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা মুফতি ওয়াক্কাছ বলেন, ‘হজরত মাওলানা আহমদ শফী সাহেবের (রহ.) মৃত্যু স্বাভাবিক ছিল না। কোনো সন্দেহ নেই এর মধ্যে আমার। একটি শক্তি হাটহাজারী মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যার পরিণতিতে আহমদ শফী সাহেবের নির্মম মৃত্যু হয়েছে। এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না।