ইডেন শিক্ষার্থীকে নূরের বিরুদ্ধে ধ,র্ষণ মামলাকারী ছাত্রী বলে প্রচার!
২৩-০৯-২o
ইডেন শিক্ষার্থীকে নূরের বিরুদ্ধে ধর্ষ,ণ মামলাকারী ছাত্রী বলে প্রচার!
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এই মামলার পর থেকেই ভুক্তভোগী ওই ছাত্রীর নামে একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ছড়িয়ে পড়া ছবিতে যাকে দেখা যায় তিনি নুরের বিরুদ্ধে মামলা করা ঐ ভুক্তভোগী নন। ছবিটি নুজহাত ফারিয়া রোকসানা নামের আরেক ছাত্রীর। তিনি পড়েন ঢাবি অধিভুক্ত ইডেন মহিলা কলেজে।
সম্প্রতি ফারিয়া রোকসানা একটি ফেসবুক স্ট্যাটাসে সে কথা নিশ্চিত করেন। ‘ধ,র্ষণের মামলায় অভিযুক্ত নুরের শাস্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তার অনুসারীরা তাদের ফেসবুকে এবং কোটা সংস্কার গ্রুপে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন কুরুচিপূর্ণ স্ট্যটাস দিচ্ছে।
আর মামলা করেছে ঢাবির এক মেয়ে, আমি ইডেনে পড়ি।’
তিনি আরো লিখেছেন, ‘আমার ছবি ব্যবহার করে নানা রকম মিথ্যা ও বানোয়াট কুৎসা রটাচ্ছে। যা একজন নারীর জন্য অপমানজনক ও অবমাননাকর। আমি এই কুরুচিশীলদের বিপক্ষে অতিদ্রুত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। অতএব, সাধু সাবধান।
এই বিষয়টি নিয়ে ফেসবুকে অন্যান্য নাগরিকরাও নিন্দা জ্ঞাপন করেছেন