নওগাঁয় একটি দোকান ঘরের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা বাজারের খলিলের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।
খলিল চাল ব্যবসায়ী এবং তার গ্রামের বাড়ি ইলশাবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে চন্ডিপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে বিক্রি শুরু হয়। ইউনিয়নের মাদার মোল্লা বাজারের ডিলার রুহুল আমিন খাদ্যবান্ধব কর্মসূচিরর ১০ টাকা কেজির চাল কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিক্রি করেন
কিন্তু সুবিধাভোগীরা ১০ টাকা করে চাল উত্তোলন করার পর ব্যবসায়ী খলিলের কাছে বিক্রি করে। খলিল চালগুলো তার দোকানে রেখে তালাবদ্ধ করে রাখেন। এদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি জানার পর ঘটনাস্থলে যায়। দোকান মালিক খলিলকে বার বার ফোন দিয়েও কোন সাড়া না মেলায় অবশেষে তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল উদ্ধার করে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার এবং দোকানঘরটি সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম