রাজশাহীর শ্রম আদালতে আট বছরের শিশু জোবায়েরের নামে মা’মলা দায়ের করা হয়েছে। গত ২৪ মার্চ রাজশাহীর শ্রম আদালতে এই মা’মলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক। জোবায়েরদের রাজশাহীর পবার নওহাটা বাজারে ‘জে বার্মিজ সুজ’ নামে একটি জুতার দোকান রয়েছে। তার বাবার নাম জনাব আলী।
রাজশাহীর নওহাটা বাজারে শুক্রবার দোকান খোলার অ’পরাধে একইসাথে ছেলে ও বাবার নামে এই মা’মলা হয়েছে। বর্তমানে শিশু ও শিশুটির বাবা আদালতে হাজির হয়ে জামিনে রয়েছেন।
শিশুটির বাবা জনাব আলী জানান, দোকান খোলার অ’পরাধে মা’মলা হলে আমার নামে হবে। কারণ অ’পরাধ আমার।আমার দোষ আমি স্বীকার করছি। শিশুটির নামে কেন এই মা’মলা হবে।
জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় পবা উপজেলার নওহাটা বাজারের ‘জে বার্মিজ সুজ’ দোকানের মালিক জনাব আলীর কাছে রাজশাহীর শ্রম আদালতের দুটি সমন আসে। সেখানে বাবা-ছেলের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ৩০৭ ধারার অ’পরাধ করার অভিযোগ আনা হয়।
পরে আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন যেকোনো এক শুক্রবারে তার দোকান খোলা ছিল সেই অ’পরাধেই হয়েছে মা’মলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় আসামী হয়েছে সেও।
এদিকে শ্রম আদালতের আইনজীবী এস আলম জানান, শিশু জোবায়ের দোকানের মালিক বা পরিচালক কোনটিই নয় তাই শুধু সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় তার বিরুদ্ধে মা’মলা হতেই পারে না।
এব্যাপার কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া বলছেন, এটি সংশ্লিষ্ট পরিদর্শকের ভুল। তাই শিশুটির মা’মলা প্রত্যাহরের বিষয়ে তারা আন্তরিক।
পূর্বপশ্চিমবিডি/এসএম