Breaking News

সীমান্তে চীনা বাধায় পিছু হটেছে ভারতীয় সেনারা : কংগ্রেস

চীনা বাধায় সীমান্ত থেকে পিছু হটেছে সেনারা, বিরোধী কংগ্রেস নেতার এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে পৃথিবীর কোনো শক্তি ভারতীয় সেনাদের লাদাখে টহল দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করে বসলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সাম্প্রতিক সংঘ’র্ষ, বেইজিংয়ের সাথে সমঝোতা, নতুন রণপ্রস্তুতি–এসব নিয়েই বৃহস্পতিবার সরকারের কাছে জবাবদিহির দাবি ওঠে ভারতের রাজ্যসভায়।সীমান্তে চীনা বাধায় পিছু হটেছে ভারতীয় সেনারা: কংগ্রেস
রাজনাথ সিং বলেন, অবৈধভাবে লাদাখের ৩৮ হাজার বর্গকিলোমিটার জমি দখল করে রেখেছে চীন। এটা স্পষ্টভাবে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। বেইজিংয়ের কথা ও কাজে মিল নেই। শর্ত ভেঙ্গেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তারা বিপুল সেনা সমাবেশ ঘটিয়ে রেখেছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ওপর লম্বা আলোচনার দাবি নিয়ে পার্লামেন্টে উ’ত্তেজনাও ছড়ায় কিছুক্ষণের জন্য।

বিরোধী আইনপ্রণেতারা সা’মরিক বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করলেও, প্রশ্ন তোলেন সরকারের সক্ষমতা নিয়ে। অভিযোগ করেন, নিজ ভূখণ্ডেই ভারতীয় বাহিনী টহল দিতে পারছে না।

স্পর্শকাতর আখ্যা দিয়ে, সীমান্তের পূর্ণাঙ্গ অবস্থা জানাতে অস্বীকৃতি জানান রাজনাথ। তবে আশ্বস্ত করেন, পিছু হটবে না ভারতীয় সেনারা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *