ভারতের আধা সামরিক বাহিনীর ৪,১৩২ জন সদস্য ডিউটিরত অবস্থায় ২০১৭-২০১৯ সাল পর্যন্ত এই তিন বছরে মারা গেছেন। গতকাল মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানিয়েছেন ইউনিয়ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।–পিটিআই, সাউথ এশিয়ান মনিটর
তিনি বলেন, নিহতদের মধ্যে রয়েছেন গেজেটেড অফিসার, তাদের অধ:স্তন অফিসার ও অন্যান্য পদের সেনা। উল্লেখিত সময়ে সবচেয়ে বেশি মারা গেছে সিআরপিএফ, তাদের সংখ্যা ১,৫৯৭ জন। এর পরে রয়েছে বিএসএফ, তাদের সংখ্যা ৭২৫ জন, সিআইএএফ ৬৭১ জন, আইটিবিপি ৪২৯ জন, এসএসবি ৩২৯ জন ও আসাম রাইফেলস সদস্য ৩৮১ জন।