আওয়ামী লীগআ ফ ম বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রা’ন্ত হয়েছেন। করোনার কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করা হলে বাহাউদ্দিন নাছিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় করোনাভাইরা’সের পজিটিভ রিপোর্ট আসে। আজ সকালে হাসপাতালে আরও কিছু টেস্ট করাতে আসলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়েছি।
শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, এখনও তেমন বড় কোনো সমস্যা হচ্ছে না। হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা নিচ্ছি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক করোনাভাইরা’সের প্রকোপের শুরু থেকেই দলীয় নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছিলেন।
এদিকে, করোনা পজিটিভ হয়ে আওয়ামী লীগ নেতা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজ বাসায় আইসোলেশনে আছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস