বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটন
বরিশালে ছিনতাই মামলায় টেম্পু মালিক শ্রমিক ইউনয়নের সভাপতি ও সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে জামিন আবেদন করলে লিটনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ।
বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের গোল্ডেন লাইন কাউন্টার ইনচার্জ শহিদুল ইসলামকে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে গোল্ডেন লাইন কাউন্টার থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা ম্যানেজার শহিদুল ইসলামকে চাঁদার টাকা দাবিতে মারধর করে। এ সময় তার সঙ্গে থাকা ২ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা ভুক্তভোগীর চিৎকার শুনে কাছে এসে আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এই ঘটনায় লিটন মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের নামে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
এর আগে এই মামলায় দুই আসামি ইউনুস ও সুজনকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আদালতের পরিদর্শক হুমায়ন কবির।
পুলিশ জানায়, এর আগে নথুল্লাবাদের বিএমএফ কাউন্টারে চাঁদাবাজির ঘটনায় লিটন মোল্লার শ্যালককে হাতেনাতে আটক করে পুলিশ। ওই মামলায়ও লিটন মোল্লা প্রধান আসামি