Breaking News

মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনকারী সেই নেতা এখনো মুক্ত!

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গরু চুরির অপবাদে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার মামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধান আসামি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

গত মঙ্গলবার বিকেলে গরু চুরির অপবাদে নির্যাতিত পারভীন বেগম বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় হারাবাং ইউপি (ইউপি) চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মিরানুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামি করা হয়

এই মামলায় ভিডিও ফুটেজের মাধ্যমে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

তবে মামলার দুদিন পার হলেও ইউপি চেয়ারম্যান মিরান গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে তাকে গ্রেপ্তার করতে পুলিশের বেশ কয়েকটি দল তার বাড়িসহ বিভিন্ন জায়গায় দফায় দফায় অভিযান চালিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘সূত্র ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মামলার প্রধান আসামি চেয়ারম্যান মিরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইভাবে অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায় গরু চুরি অপবাদে মা-মেয়েসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে মারধর করে টানতে টানতে স্থানীয় ইউপি কার্যালয়ে নিয়ে যায়। পরে সেখানে চেয়ারম্যান মিরান দ্বিতীয় দফায় তাদেকে অকথ্য ভাষায় গালিগালা

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *