ঈদুল আযহায় ৩ দিনের যুদ্ধবিরতি পালন করবে আফগান তালেবানরা । টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার তালেবানরা এ তথ্য জানিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, এ ব্যাপারে তালেবানদের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। ঈদুল আযহা ৩১ জুলাই শুক্রবার থেকে শুরু হয়ে শেষ হবে ৩ আগস্ট।
তালেবানদের একটি বিবৃতিকে উদ্ধৃত করে রাশিয়ান বার্তা সংস্থা স্ফুটনিক জানিয়েছে, ‘এই ক’দিন আফগান নাগরিকরা অনেক বেশি নিরাপদ ও আনন্দে থাকতে পারবেন। ঈদুল আযহার এই তিন দিনে শত্রু বাহিনীর ওপর হামলা চালাতে বারণ করা হয়েছে সকল মুজাহিদীনকে।’
বিবৃতিতে বলা হয়েছে, যদি শত্রু বাহিনী তাদের ওপর হামলা চালায় তাহলে তারা বসে থাকবে না। অবশ্যই তার জবাব দেওয়া হবে।
আফগান প্রেসিডেন্ট বলেছেন, বন্দি বিনিময়ের কারণে তালেবানদের সঙ্গে আলোচনার পথ অনেকটাই সুগম হয়েছে। তাতে অনেকগুলো বাধাও অতিক্রম করা গেছে।
আশরাফ ঘানি কর্মকর্তাদের বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র-তালেবানদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে শান্তির প্রতি প্রতিশ্রুত ইসলামি প্রজাতন্ত্র পাঁচ হাজার বন্দি তালেবানের মুক্তির প্রক্রিয়া শিগগিরই শেষ করবে।
তিনি বলেন, এই প্রক্রিয়া শেষ করার এক সপ্তাহের মধ্যেই আফগান সরকার ও তালেবানদের মধ্যে সরাসরি সমঝোতার আলোচনা শুরু হবে।
প্রেসিডেন্টের মুখপাত্র সাদেক সিদ্দিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুল সরকারও যুদ্ধবিরতি পালন করবে।
বাংলাদেশ জার্নাল/ এমএম