ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পিলার নির্মাণ করেছে নেপালিরা। উত্তরাখণ্ডের চম্পাবত জেলার তানাকপুরের এই ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের স্থানীয় প্রশাসন। তারা জানিয়েছে, তাদের ধারণা, নেপালি প্রশাসনের উস্কানিতেই এমন কাজ করেছে নেপালিরা। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।খবরে বলা হয়, গত সপ্তাহে নিজেদের সীমান্ত থেকে ১০ মিটার এদিকে এসে কাঠের ও কনক্রিটের পিলার বসিয়ে দিয়ে যায় নেপালিরা। এই নিয়ে নেপালের সীমান্ত রক্ষাকারী আর্মড পুলিশ ফোর্সের সঙ্গে আলোচনা করে ভারতের কর্মকর্তারা।
নেপাল আশ্বাস দেয় এইসব পিলার সরিয়ে দেয়া হবে। কিন্তু সেটি আর হয়নি। বরঞ্চ আবার নতুন করে এসব পিলারে বেড়া লাগিয়ে দিয়েছে নেপালিরা। এ নিয়ে, চম্পাবতের জেলা প্রশাসক ঘটনার নিন্দা জানিয়ে নেপালের কাঞ্চনপুর জেলার প্রধান কর্মকর্তাকে বার্তা দিয়েছেন। পুরো ঘটনার কথা নেপালে থাকা ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছে। ভারতের প্রতিক্রিয়ায় কাজ হয়েছে বলেও জানানো হয়েছে সেখান থেকে। গত রোববার স্থানটি পরিদর্শন করে দেখেন নেপালের পুলিশ সুপার।