ফাইল ফটোপ্রবল করোনা অন্যায় সব কিছু রুখে দিলেও পারেনি ভারত – বাংলাদেশ মানব পাচার রুখতে। পেট্রাপোল – বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে হিউম্যান ট্রাফিকিং একটি নিদারুণ সংকট। ভাবা গিয়েছিল এই করোনাকালে তা কিছুটা স্থিমিত। কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের সাউথ ব্যাটালিয়ান শাখা জানাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে যে পণ্যবাহী গুডস ট্রেন চলছে তার পরিত্যাক্ত কামড়ায় করে মানবপাচার চলছে। সোমবার পর্যন্ত ছ’ জনকে তারা গ্রেপ্তার করেছে।
এই ভাবে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশেও অপরাধীরা পাড়ি দিতে পারে বলে তাদের অনুমান। সোমবার এই রকম একটি পরিত্যাক্ত কামড়া থেকে আটক করে বিএসএফ বাংলাদেশের এক ব্যাক্তিকে। জেরায় ওই ব্যাক্তি জানায় তার নাম মোহাম্মদ আবু তাহের।
বাড়ি কুমিল্লা জেলার বুৰবুরায়।
সে জানায় টাকা নিয়ে তাকে সীমান্ত পার করেছে পেট্রাপোল এর জয়ন্তিপুরের আকবর মন্ডল। আবু তাহের এর বক্তব্যে সন্তুষ্ট হয়নি বি এস এফ এর একশো উনোআশি ব্যাটালিয়ন।
তারা আবু তাহেরকে বনগাঁ পুলিশ এর হাতে তুলে দিয়েছে। সেখানে জেরায় তাহের জানিয়েছে, ভারতে চাকরি করে তার লক্ষ্য আজমের শরীফে যাওয়ার। বলাই বাহুল্য, গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। তাহেরের মতোই লংকার বস্তায় ঢুকে ভারতে আসার চেষ্টা করেছিল দু’জন। তাদেরও ধরা সম্ভব হয়েছে।