Breaking News

শিক্ষার্থীকে ‘হাত-মুখ বেঁধে ধর্ষণ’, ইংরেজি বিভাগের শিক্ষক গ্রেফতার

রংপুরের বদরগঞ্জের শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে একই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থী বাদি হয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে রাতে বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানান ওসি তদন্ত আরিফ আলী।

গ্রেফতারকৃত শিক্ষক রংপুর সদর উপজেলার পুটিমারী এলাকার নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকালে ওই শিক্ষার্থীকে ফরম পূরণের কথা বলে স্কুলে ডেকে নেন শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু। এ সময় স্কুলে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষক রশি দিয়ে হাত-মুখ বেঁধে নবম শ্রেণিকক্ষে ধর্ষণ করে। এরপর ওই শিক্ষার্থীকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে স্কুলের পেছন দরজা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

বিষয়টি এলাকার লোকজনের মাঝে জানাজানি হলে তাদের সহায়তায় ওই শিক্ষার্থী বদরগঞ্জ থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বদরগঞ্জ থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে।

বদরগঞ্জ থানার পরিদর্শক আরিফ আলী বলেন, গ্রেফতারকৃত অভিযুক্ত শিক্ষককে বুধবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *