মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হওয়া লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদুল ইসলাম পাপুলের ক্লিনিং সার্ভিসের লাইসেন্স বাতিল করেছে কুয়েত সরকার।
কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমসের খবরে বলা হয়, কুয়েতের দ্য সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক টেন্ডারস (সিএপিটি) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পাপুলের এ ক্লিনিং সার্ভিসের লাইসেন্স বাতিল করে। পাপুলের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত চলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।
উল্লেখ্য, গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে এমপি পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পরে তারা দাবি করেছে, বাংলাদেশের এ সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারাও ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে সহায়তা করেছে। এখন পর্যন্ত তদন্তে বের হয়ে এসেছে, পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন।
এ ছাড়া পাপুল এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ব্যাংকে জমাকৃত অর্থ ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন কুয়েতের পাবলিক প্রসিকিউটর। সম্প্রতি কুয়েতের আদালত তাকে জেলে পাঠিয়েছে। কুয়েতের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বাংলাদেশের এই সংসদ সদস্যকে।