Breaking News

‘সাপে কাটলে চিকিৎসা আছে, আফ্রিদির ভুল ধারণার চিকিৎসা নেই’

শহিদ আফ্রিদি মানেই যেন আলোচনা-সমালোচনা আর নানা বিতর্কের পসরা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার।

সম্প্রতি এক ইউটিউব শো’তে ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন শহিদ আফ্রিদি। তিনি বলেন, আমরা অনেকবার ভারতকে বিধ্বস্ত করেছি। তাঁর সময়ে পাকিস্তান ভারতকে এমনভাবে হারাতো যে, ভারতের খেলোয়াড়েরা নাকি ম্যাচের পর পাকিস্তানের খেলোয়াড়দের বলত, ‘ভাই, মাফ করে দাও।’

আর এমন মন্তব্যে ভারতের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া আফ্রিদিকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সাপে কাটলে তার চিকিৎসা আছে। কিন্তু আফ্রিদির ভুল ধারণার কোনো চিকিৎসা নেই। একটা সময় পাকিস্তান দল খুবই ভালো ছিল। এখনো পাকিস্তান যথেষ্ট ভালো দল। একটা সময় ভারত যখন শারজায় পাকিস্তানের বিপক্ষে খেলত, তখন ম্যাচের ফল প্রতিবেশী রাষ্ট্রের দিকেই ঝুঁকে থাকত। কিন্তু ওই সময়টা কিন্তু আফ্রিদির সময় ছিল না।’

এ বিষয়ে আকাশ চোপড়া আরো বলেন, ‘পাকিস্তানের শক্তি ছিল ইমরান খান, ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনিসের মতো দুর্দান্ত ক্রিকেটাররা। কোনো সন্দেহ নেই, তাদের সময় পাকিস্তান নিয়মিতই ভারতকে হারাত। কিন্তু আফ্রিদির খেলা শুরু করার সময় থেকে তার অবসরের সময় পর্যন্ত দৃশ্যপটটা পুরোপুরি বদলে গিয়েছিল।’

শুধু কথাই নয়, রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে আকাশ চোপড়া বলেন, ‘সে সময়ের পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন, এই দুই দল ১৫টি টেস্ট খেলেছে। দুই দলই জিতেছে ৫টি করে টেস্ট। ওয়ানডেতে পাকিস্তান ভারতের চেয়ে মাত্র দুটি ম্যাচ বেশি জিতেছে। ৮২ ম্যাচে পাকিস্তান জিতেছে ৪১টি, ভারত ৩৯টি। কিন্তু আমি মনে করি না যে ভারতের কোনো খেলোয়াড় কেবল দুটি ম্যাচ কম জেতার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের কাছে গিয়ে মাফ চেয়েছে।’

এছাড়া টি-টোয়েন্টি সংস্করণে ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে। সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন আকাশ চোপড়া, ‘টি-টোয়েন্টি সংস্করণের কথা যদি বলেন, তাহলে ভারত সত্যিই দুর্দান্ত। পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে ৭-১ ব্যবধানে। আফ্রিদির গল্পটা পুরনো দিনের। খুব সম্ভবত সে যা বলতে চেয়েছিল সেটা বলতে পারেনি।’

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *