>টাঙ্গাইলের নাগরপুরে দশ বছরের এক শিশুকে ধ’র্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আবদুল্লাহ আল মামুন নামে এক বখাটের বিরুদ্ধে। সে কাজী খলিলুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাঞ্চল দপ্তিয়র ইউপির খাষ ভূগোলহাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করলেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে ভুক্তভোগী শিশুর অসহায় পরিবার।পরিবার সূত্রে জানা যায়, ওই শিশু মা বাড়িতে একা রেখে পাশে জমিতে ধান শুকাতে যায়। এই সুযোগে বখাটে আবদুল্লাহ আল মামুন ঘরে ঢুকে ধ’র্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে মামুন পালিয়ে যায়।
অভিযুক্ত মামুনের মুঠোফোনে একাধিকবার কল করে কথা বলার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মামুনের চাচা মোসলেম উদ্দিন জানান, তার ভাতিজা আল মামুন শিশুটিকে ধ’র্ষণের কোনো চেষ্টা করেনি আদর করেছে মাত্র। এ ঘটনায় নাগরপুর থানার এসআই মামুন মৃধা বলেন, ডাক্তারি সনদ না পাওয়ার কারণে অভিযোগটি নথিভুক্ত করতে বিলম্ব হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান জানান, ধ’র্ষণচেষ্টা মা’মলা করতে ডাক্তারি সনদের প্রয়োজন নেই।