রাজধানীর পল্লবীতে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে মধ্যবয়সী নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ জুন) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করে পুলিশ, ডিবি এবং সিইআইডির সদস্যরা।
স্থানীয়রা জানান, সকালে পল্লবীর সেকশন ১২’র ই ব্লকের একটি বাসার ছাদে অজ্ঞাত পরিচয় ঐ নারীর লাশ পাওয়া যায়। এসময় তার হাত, পা এবং মুখ বাঁধা ছিল। ভবনটির তৃতীয় তলা পর্যন্ত মানুষ বসবাস করলেও চতুর্থ থেকে ৬ষ্ঠ তলা এখনো নির্মাণাধীন।
স্থানীয়রা বলছেন, মৃত নারীকে এর আগে কখনো এই এলাকায় দেখা যায়নি। তাকে শ্বাসরোধে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।