Breaking News

ফুটপাতের দোকানে দেদারছে বিকোচ্ছে ভেজাল নিরাপত্তা সামগ্রী

ফুটপাতের মনোহারী যে দোকানগুলোতে আগে হরেক পণ্য বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে মাস্ক, হ্যান্ডগ্লোভস, স্যানিটাইজারসহ কোভিড সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার স্পর্শকাতর নিরাপত্তা সামগ্রী। কিন্তু বাস্তবতা হলো, দেদারসে বেচাকেনা হওয়া পণ্যগুলোর নেই কোন অনুমোদন সনদ, অধিকাংশই ভুয়া ও ভেজাল। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নাকের ডগায় প্রতিদিন অননুমোদিত এসব পণ্যের পাইকারি আড়ত বসে রাজধানীর মিটফোর্ড ওষুধ মার্কেট। যদিও জীবন সংহারি এসব প্রতারণার ব্যাপারে কঠোর থেকে কঠোরতর হওয়ার কথা বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

কিন্তু এর কতটা বৈধ? সরেজমিনে দেখা যায়, সড়কের দু’ধারে প্রতিটি হকারের কাছেই আছে বেনামী মাস্ক ও হ্যান্ডগ্লোভস। পাইকারি দামে কিনে নিচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারাও। কিন্তু খবর আছে এখানে চিকিৎসাকর্মীদের সুরক্ষায় ব্যবহৃত নকল কেএন নাইন্টিফাইভ কিংবা এন নাইন্টিফাইভ মাস্কও পাওয়া যায় এখানে।

এন নাইন্টিফাইভ মাস্ক পাওয়া যায় কি না এমন প্রশ্নের জবাবে এক দোকানি বলেন, একদিন সময় দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেটসহ দিবো।

নকল সিল ও লোগো লাগিয়ে বোতল বোতল স্যানিটাইজার নিয়ে বিক্রির অপেক্ষায় হকাররা। কেউ বা আবার কোনরকম সিলই লাগানোর প্রয়োজন মনে করেন নি।

অপর এক বিক্রেতাকে স্যাভলনের নাম স্যাভিলন কেন লেখা জানতে টাইলে তিনি বলেন, বানানে ভুল করলে সেটা শুধরানোর দায়িত্ব আমাদের না।

তবে এ অনুসন্ধানকালে বিপত্তি বাধে হঠাৎই। ওপর মহলের নির্দেশের পরেই ব্যাঘাত ঘটে বিকিকিনিতে জমে ওঠা এ হাটে। হুড়মুড় করে পণ্যসামগ্রী সরাতে শুরু করে বিক্রেতারা।

দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, এখানে কোন দুই নম্বর পণ্য থাকবে না।

ওষুধ প্রশাসন বলছে, স্যানিটাইজার থেকে নিরাপত্তা গাউন যে কোন ধরনের পিপিই আমদানি ও বাজারজাতে লাগবে অনুমতি। আর চিকিৎসকরা বলছেন, বেনামী এসব পণ্য হতে পারে জীবন সংহারি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ জানান, অনুমোদন ছাড়া যদি এসব পণ্য বিক্রি করা হয় এবং সেটা যদি মানুষ কিনতে থাকে তাহলে সেটার মাধ্যমে মারাত্মক একটা স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এটা আমাদের নজরে এসেছে, আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ এর জন্য যত কঠোর হওয়া দরকার, আমরা ততটাই কঠোর হবো।

সংক্রমণ প্রতিরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে জীবণুনাশক চেম্বারগুলো ব্যবহার হচ্ছে তাও স্বাস্থ্যসম্মত নয়, বলছেন চিকিৎসকরা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *