চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনার উপসর্গ নিয়ে মো. একরামুল ইসলাম (৪৫) নামে এক এসআই মারা গেছেন। শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সীতাকু- থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, থানার এস আই একরাম গত সাত আট দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ কারণে তাকে ছুটি দেওয়া হয়েছে। গত ১ জুন থেকে তিনি পৌরসদরের ভূঁইয়া টাওয়ারের ৩য় তলার ভাড়া বাসায় ছুটিতে ছিলেন। বাসায় তিনি একাই থাকতেন। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
এস আই ইকরাম কুমিল্লার লাকসাম থানার অতিশপাড়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের মৃত শামছুল আলমের পুত্র। ১৯৯৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।