চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় করোনা উপর্সগ নিয়ে এক সহকারী পরিদর্শকের(এসআই) মৃত্যু হয়েছে। তার নাম একরামুল ইসলাম (৪৫)।
শুক্রবার রাতে পৌরসদরস্থ ভূঁইয়া টাওয়ার এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, করোনা উপসর্গ নিয়ে মৃত একরামুল ইসলাম পুলিশের সহকারী পরিদর্শক (এসআই)। তার বাড়ি কুমিল্লার লাকসামে।এছাড়া ওসি(ইন্টেলিজেন্স) সুমন বনিক এবং থানার গাড়িচালক তৌহিদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, ওই এসআইয়ের মরদেহ এখানে আনা হলে তার নাকে মুখে ফেনা দেখা যায়।পুলিশ সদস্যরা জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। রিপোর্ট হাতে ফেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসিসহ (ইন্টেলিজেন্স) আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২১ জনে।