Breaking News

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ছোট প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আরোহী। এদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ইটন্টন শহরের ছয় মাইল উত্তর-পূর্বে ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয় প্লেনটি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুপুর ২টার দিকে ফ্লোরিডা থেকে চার যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল প্লেনটি। বিকেল ৫টার দিকে নিউ ক্যাসলে অবতরণের কথা ছিল এর। পথিমধ্যে পুতনাম কাউন্টি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে প্লেনটি। এর কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় সেটি।

তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েই প্লেনটি দুর্ঘটনায় পড়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

এতে নিহত হয়েছেন চার ও ছয় বছরের দুই শিশু, তাদের বাবা-মা এবং প্লেনের পাইলট। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারটি ইন্ডিয়ানায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *