টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুসহ নতুন করে আরও ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।শনিবার (০৬ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। টানা দুদিনে এ উপজেলায় আক্রান্ত হলেন ১৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তরা হলেন উপজেলার ১০ নং গোড়াই নাজিরপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু (৬৬)। একই এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা (৪০), পৌরএলাকার পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা (৪৯), বাজারের বাসিন্দা স্বামী-স্ত্রী (৩৫-২৮), জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামের বাসিন্দা (৫০), পাহাড়পুর এলাকার বাসিন্দা (৫৫)।
এ নিয়ে মির্জাপুর উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ জনে। যা সারা জেলার মধ্যে আক্রান্তের শীর্ষে।এদিকে নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।