গুদামের দরজার বাইরে রক্তের দাগ দেখে হত্যার ঘটনার ব্যাপারে আন্দাজ করা গেছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে পুলিশ, আর সেই ফুটেজ সিএনএন-এর কাছেও পৌঁছেছে। ভিডিও দেখে আঁতকে উঠেছে সবাই।
জানা গেছে, গত ২৪ মে মধ্যরাতে জাম্বিয়ার তিন ব্যক্তি লোহার রড নিয়ে সে দেশের লুসাকায় অবস্থিত চীনাদের মালিকানাধীন টেক্সটাইলের গুদামে প্রবেশ করে।
১৭ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, তারা দু’জন পুরুষ এবং এজন নারীকে বেধড়ক মারধর করছে। পুলিশ জানিয়েছে, এপর আক্রমণকারী ওই তিনজনের মরদেহ পুড়িয়ে ফেলে। এমনকি ওই ভবনও পুড়িয়ে ফেলে।
এমনকি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার আগে মূল্যবান সামগ্রীও নিয়ে যায় হামলাকারীরা।