ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ৫ জন পুরুষ ও ৩ নারীর। বাকি ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর শুক্রবার (০৫ জুন) বিকেলেে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৫ জন পুরুষের এবং ৩ নারীর। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।এই হাসপাতালে ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নারী ও পুরুষ মিলে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।
ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান জানান, প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।