Breaking News

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা আটক

ট্রাক ও পরিবহনে চাঁদাবাজির অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. ফরিদ আলী ওরফে ট্রাক ফরিদকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ফরিদ এক সময় জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, যুবলীগ নেতা ফরিদ জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলে ফরিদ আলী। দিন ও রাতে ঢাকা-দোহার সড়কে পরিহন ও ট্রাক থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে। ১/১১ থেকে চাঁদাবাজি শুরু করে ফরিদ। গতকাল বিকেলে ট্রাকে চাঁদাবাজি করার অভিযোগে ফরিদ আলীকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, ফরিদ আলী ওরফে ফরিদের বাসা জিনজিরা ইউনিয়নের বন্দডাকপাড়া এলাকায়। ফরিদ আলী এক সময় বিএনপি করত। সে জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিল। ফরিদ তার ছোট ভাই রমজান আলীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফরিদ আলী কৌশলে ছোট ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন।

ছোট ভাইয়ের তদবিরেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের ক্রীড়া সম্পাদক পদ বাগিয়ে নেয়। যুবলীগের পদ পেয়ে বন্দ ডাকপাড়া এলাকায় অবৈধ ট্রাক স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলছে। চাঁদার টাকা দিয়ে ফরিদ আলী তৈরি করেছে একাধিক ভবন। এলাকাবাসী আরো জানায়, ফরিদ আলী এলাকার মধ্যে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম ও সম্পাদক ডা. সেলিমের মুঠোফোনে যোগাযোগ করে না পেয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ফরিদ একজন পেশাদারী চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ফরিদের চাঁদাবাজি রাত আর দিন নেই। ভোর রাত পর্যন্ত মালবাহি ট্রাকে চাঁদাবাজি করতে থাকে। গতকাল চাঁদাবাজি অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে দক্ষিণ থানায়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *