Breaking News

পরকীয়ার জেরে খুন, তিনদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় তিনদিন পর অপহৃত যুবক বিপুল হোসেনের (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বেড়গোবিন্দপুর বাওড় সংলগ্ন মুলিখালি বটতলা এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিপুল হোসেন একই উপজেলার কাঁকুড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামসুল হকের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, এলাকার এক প্রবাসীর স্ত্রী ফুলবানুর সঙ্গে বিপুল হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। দুই মাস আগে তাদের পরকীয়ার বিষয়টি জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল ১০টার দিকে ফুলবানুর ছেলে সবুজ হোসেন ও মেয়ের জামাই রফিকুল ইসলাম গরু কেনার কথা বলে কৌশলে বিপুলকে তুলে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে বস্তাবন্দি লাশ ফেলে দিয়েছে।এই বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার শিমুল হোসেন ও নিহতের ভাই লিটন হোসেন জানান, আবু সামার স্ত্রীর ফুলবানুর সঙ্গে বিপুলের দীর্ঘদিন ধরেই পরকীয়ার সম্পর্ক ছিল। তুলে নিয়ে যাওয়ার পর থেকে বৃহস্পতিবার ভোর ৩টা পর্যন্ত বিপুলের ব্যবহৃত মোবাইল নম্বরে রিং বাজলেও কেউ ফোন ধরেনি। এ সময়ে বিপুলের খোঁজ না পেয়ে আবু সামার জামাই রফিকুলের নিকট বিপুলের পরিবারের ও গ্রামের লোকজন জানতে চাইলে সে বলে গরু কিনতে পুড়াপাড়া বাজারে গেছে। রাতেও বাড়িতে না ফিরলে আবারো তারা রফিকুলের নিকট জানতে চাইলে সে বলে হয়ত চৌগাছায় আছে।

এরপর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য শিমুল হোসেনসহ পরিবার চৌগাছা থানায় গিয়ে নিহতের ভাই লিটন হোসেন পরকীয়ার বিষয়টি উল্লেখ করে রফিকুলের বিরুদ্ধে অপহরণের অভিযোগে ডায়েরি করার জন্য লিখিত অভিযোগ দেন।

দায়িত্বপ্রাপ্ত চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক তখনই কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ না দিয়ে আরও খুঁজাখুঁজি করার জন্য তাদের পরামর্শ দেন। একই সঙ্গে বৃহস্পতিবার দুপুরেই ওসি (তদন্ত) এসএম এনামুল হক ওই গ্রামে গিয়ে তদন্ত করে আসেন। তবে তদন্ত করে আসলেও থানায় জিডি এন্ট্রি করা হয়নি।

পরে শুক্রবার ভোররাতে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে নিহতের শ্বশুর আমজাদ হোসেনের মেবাইলে কল দিয়ে বলা হয় তোমার জামাইয়ের লাশ বেড়গোবিন্দপুর বাওড়ের পাশে রাস্তায় বস্তাবন্দি পড়ে রয়েছে। শুক্রবার খুব সকালেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে চৌগাছা থানা পুলিশকে সংবাদ দেয়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *