Breaking News

জামালপুরে পুলিশের কাছ থেকে ৮ আসামি ছিনতাই

জামালপুরে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে ৮ আসামিকে ছিনিয়ে নিয়েছে জুয়াড়িরা। আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তাসহ ৯ সদস্য।

এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ ৩৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গতরাতে বকশিগঞ্জ উপজেলার বাঘাডোবা গ্রামে জুয়াড়িদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় ৮ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের নিয়ে থানায় ফেরারপথে পুলিশের ওপর হামলা চালায় সংঘবদ্ধ জুয়াড়িরা। এ সময় আটক ৮ আসামিকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ ৯ সদস্য আহত হন। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *