Breaking News

কবর থেকে ভারতীয় নাগরিকের লাশ উত্তোলন

হবিগঞ্জে খোয়াই নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক তিতন শীলের লাশ পরিবারের নিকট হস্তান্তরের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের রাজনগর কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সদর থানা পুলিশ। বিকালে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফের নিকট তার লাশ হস্তান্তর করা হয়।

লাশ উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ৩০ মে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা শহরের পশ্চিম সোনাতুলা এলাকার মৃত জ্যোতিমোহন শীলের ছেলে তিতন শীল তার এক বন্ধুর সঙ্গে খোয়াই নদী পারাপারের সময় পানির তোড়ে নদীতে ভেসে যান। ১ জুন সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর কালিগঞ্জ গ্রামের পাশে খোয়াই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মরদেহের প্যান্টের পকেট থেকে ভারতীয় ১০ রুপির একটি নোট ও চাবির ছড়া উদ্ধার করা হয়। খবর পেয়ে ভারতের খোয়াই থানার পুলিশ সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

এরপর উভয় দেশের পুলিশের যোগাযোগের মাধ্যমে ভারতীয় পুলিশ মরদেহটি শনাক্ত করে। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তিতন শীলের লাশ ভারতের কাছে হাস্তান্তরের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে তার মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

সদর থানার ওসি মাসুক আলী জানান, লাশটি হস্তান্তরের লক্ষ্যে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *