ছাতকে ভুয়া ইমাম সেজে প্রধানমন্ত্রীর দেয়া ৫ হাজার টাকার অনুদানের চেক হাতিয়ে নেয়ার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হয়েছেন এক বহুরূপী প্রতারক।
জানা গেছে, বুধবার ইমাম-মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়টি ধরা পড়ে।
পরে তালিকাভুক্ত নামের পাশে দেয়া মোবাইল নাম্বারে ফোন করা হলে বিপরীত প্রান্ত থেকে প্রতারক সাদিকুর রহমান নিজেকে মানসীনগর মসজিদের ইমাম বলে দাবি করে। প্রতারক সাদিকুর ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের গোলাম আম্বিয়ার পুত্র।
এ ঘটনায় সাদিকুর রহমানের বিরুদ্ধে মানসীনগর গ্রামের হাজী মতিউর রহমানসহ ৭ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়ের করেন।