Breaking News

করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনাভাইরাস। বেশ কিছুদিন আগেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় করোনার কেন্দ্রস্থল হিসাব পরিচিত চীনকে ছাড়িয়ে গেছিলো ভারত। এবার চীনকে ছাড়ালো তাদের প্রতিবেশী দেশ পাকিস্তানও

গত বছরের ডিসেম্বরের শেষদিকে করোনা মহামারির উৎপত্তি হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। শুরুর দিকে এই দেশটিতেই বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু তারা গত মার্চ থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

ওয়ার্ল্ডওমটিারের সর্বশেষ তথ্যে জানানো যায়, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ২৪৯ জনে। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সরকারকে জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা। অপরদিকে চীনের সরকারি হিসাবে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮৪ হাজার ১৭১।

বৃহস্পতিবারে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডন। সব মিলিয়ে পাকিস্তানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮১৬তে। এর মধ্যে পাঞ্জাবেই সবচেয়ে বেশি ৬০৭ জনের মৃত্যু হয়েছে। সিন্ধু ও খাইবার পাখতুনখোয়াতে মৃত্যু ৫০০র ঘর ছাড়িয়ে গেছে।

এদিকে ভারতে কোভিড-১৯ এ শনাক্ত আক্রান্তের সংখ্যা সোয়া দুই লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু ৬ হাজার পেরিয়ে ছুটছে ৭ হাজারের দিকে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৯ হাজার ৮৫১ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে, ওই একই সময়ে মৃত্যু হয়েছে ২৭৩ জনের।

মোট দুই লাখ ২৬ হাজার ৭৭০ আক্রান্তের মধ্যে এক লাখ ৯ হাজার ৪৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শনাক্তদের মধ্যে আক্রান্ত তুলনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৭ শতাংশে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *