Breaking News

পরিবহনে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু, গ্রেফতার ৪

শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো শহরের পশ্চিম দাশড়া এলাকার খন্দকার মজিবুর রহমানের ছেলে মোঃ সুমন (৩৮), আব্দুর রহিমের ছেলে মোঃ দুলাল (৩৭), পোড়রা এলাকার মোশারফ হোসেন খান মিলনের ছেলে মোঃ নাঈম খান (২৮), হরিরামপুর উপজেলার ল্যাছড়াগঞ্জ এলাকার মৃত জামাল শেখের ছেলে মোঃ উজ্জল শেখ (৩৭)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জরিনা কলেজ মোড় চৌরাস্তায় যানবাহন হতে জোরপূর্বক চাঁদা/টোল আদায়ের সংবাদে মানিকগঞ্জ সদর থানার এসআই (নিঃ) তারেক পারভেজ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের হাতে নাতে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে বিভিন্ন যানবাহন হতে জোরপূর্বক চাঁদা/টোল আদায়কৃত নগদ এক হাজার ৯০০ টাকা এবং পৌরসভার অভ্যন্তরীণ ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে চাঁদা/টোল আদায়ের ০২ টি রশিদ বই উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তাৎক্ষনিক মানিকগঞ্জ পৌরসভায় যোগাযোগ করে জানা যায় উক্ত বিষয়ে ইজারার মেয়াদ ২৪/০৪/২০২০ ইং তারিখে শেষ হয়েছে। কিন্তু গ্রেফতারকৃতরা অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার করে বিভিন্ন যানবাহন থেকে যোগসাজশে চাঁদা/টোল দাবি ও আদায় করার অপরাধ সংঘটিত করেছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *