Breaking News

করোনা ভাইরাসকরোনামুক্ত হলো এস আলম পরিবার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মাসহ পরিবারের সাত সদস্যের সবাই সুস্থ হয়েছেন।

বুধবার (৩ জুন) রাতে এস আলম পরিবারের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তারা সবাই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

এদিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এস আলম গ্রুপের পরিবারের সদস্যরা গত ২৪ মে হাসপাতালে ভর্তি হয়ে ৩ জুন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করেছে।

চিকিৎসা গ্রহণ করা সব সদস্য বর্তমানে করোনা নেগেটিভ, সুস্থ এবং আশঙ্কামুক্ত।’ এর আগে ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের ছয় সদস্য করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন।

এর মধ্যে ২২ মে রাত ১০টা ৫০ মিনিটে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই ও এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান।

পরদিন শনিবার (২৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম এবং ছেলে আহসানুল আলম মারুফের করোনা শনাক্ত হয়।

২৮ মে মৃত মোরশেদুল আলমের ছেলে মাহমুদুল আলম আকিবের স্ত্রী ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে ইশফাক আরা জাহান রাফিকার করোনা শনাক্ত হয়। তিনি এখনো চিকিৎসাধীন

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *