Breaking News

বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নাটোরের বড়াইগ্রামে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় তার চাচাতো ভাই মনিরুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম উপজেলার তিরাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বাড়ির সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সুযোগে মনিরুল চকলেট দেওয়ার প্রলোভনে তার চাচাতো বোনকে নিজ ঘরে ডেকে নেয়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে মনিরুল কৌশলে পালিয়ে যায়। এরপর একটি মহল বিষয়টি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে অবশেষে বিষয়টি প্রকাশ হয়ে গেলে বুধবার মনিরুলকে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন: দেশকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছেন গণমাধ্যম কর্মীরা: এলজিআরডি মন্ত্রী

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *