ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টর চুরির সংঘবদ্ধ ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ জুন) তাদেরকে গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-পঞ্চগড়ের চাকলাহাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আনসারুল ইসলাম লাবলু (৪০), একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে লালু (৩৮), দেবীগঞ্জেরর পামুলি ডাঙাপাড়া গ্রামের মৃত সরাফত আলির ছেলে মানিক (৩২) এবং শিরোড গ্রামের ইমান আলীর ছেলে সুরজ আলী (২৫)।
থানা সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার একটি সংঘবদ্ধ ট্রাক্টর চোরচক্র গত ৭ মে রাতে রাণীশংকৈল পৌর শহরের বাঁশবাড়ি এলাকার মৃত আসিরুদ্দিনের ছেলে তফিজুলের বাড়ির উঠান থেকে তার মাহিন্দ্র ট্রাক্টরটি চুরি করে নিয়ে যায়। এরপর তফিজুল ৩০ মে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম ডন বলেন, ‘চোরচক্রটি মুক্তিপণ চেয়ে ট্রাক্টর মালিক তফিজুলের সাথে মোবাইলে যোগাযোগ করলে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে চার চোরকে গ্রেফতার করা হয়।’
ওসি আরো বলেন, ‘আসামিদের পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছ। চোরদের সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’