Breaking News

লকডাউন ভেঙে জনসমাগমে একাধিক করোনা রোগী!

ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন ভেঙে জনসমাগমে ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত একাধিক রোগী। এ নিয়ে জনসাধারণের মাঝে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে একাধিক করোনা শনাক্ত ব্যক্তি ট্রাংক রোডের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রথমে তথ্য গোপন রেখে পুনরায় পরীক্ষার জন্য নমুনা দিতে চান। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে তাদের ইতিপূর্বে করোনা পজেটিভ এসেছে বলে স্বীকার করেন।

বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে হৈ চৈ শুরু হয়। নমুনা দিতে আসা অন্য রোগীরা ছোটাছুটি করে বেরিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হবার পর কয়েকজনকে ট্রাংক রোডের দিকেও যেতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় ১শ ৩৬ জন করোনা শনাক্ত ব্যক্তির মধ্যে সদর উপজেলায় সর্বাধিক ৪৭ জন। স্বাস্থ্য বিভাগ করোনা শনাক্ত ব্যক্তির বাড়িতে গিয়েই নমুনা সংগ্রহ করে থাকে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *