শনাক্তদের মধ্যে ঢাকায় ২৮৮ জন এবং ঢাকার বাইরে হয়েছেন ৫৯ জন। তাদের মধ্যে একজন একজন উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত মারা গেছেন বাহিনীর ১ জন সদস্য।
রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ২৪ ঘন্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বহিনীর ৭ জন।শনাক্তদের ৩৪৭ জনের মধ্যে একজন বাহিনীর উপ-মহাপরিচালক, ১০৪ জন ব্যাটালিয়ন আনসার, ২৩৬ জন অঙ্গীভ‚ত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নার্সিং সহকারী, ২ জন মহিলা আনসার এবং একজন ভিডিপি সদস্য। তাদের মধ্যে ৮১ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৭৮ জন অঙ্গীভ‚ত সাধারণ আনসার ডিএমপির সঙ্গে ও বাকিরা সদর দপ্তরসহ বিভিন্ন জেলায় কর্মরত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তদের মধ্যে রোববার বিকেল পর্যন্ত ৫৮ জন ব্যাটালিয়ন আনসার, ৭৭ জন অঙ্গীভ‚ত সাধারণ আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর, একজন ভিডিপি সদস্য এবং একজন মহিলা আনসার সুস্থ হয়েছেন। তারা করোনাযুদ্ধে জয়ী হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করে আবারও দায়িত্ব ও সেবামূলক কাজ করছেন।
শনাক্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১৩ জন, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেল কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৩১ জন। এছাড়া উপসর্গ নিয়ে ঢামেক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বাহিনীর ১৭৭ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নানা উদ্যোগের ফলে করোনা শনাক্তরা আনসার সদস্যরা দ্রæত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।