Breaking News

ভারতে একদিনে ৮ হাজার ৩৮০ রোগী শনাক্তের রেকর্ড, সতর্ক থাকার আহ্বান মোদির

ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৮০ জন, যা একদিন সর্বোচ্চ। নতুন করে মারা গেছেন ১৯৩ জন। সোমবার থেকে দেশ আনলক হওয়ায় দেশবাসীকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৪৯০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ১৮৬ জন। এই প্রথম দেশটিতে ৮ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে নবম অবস্থানে রয়েছে ভারত। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।

এদিকে দু’মাসের লকডাউনের পর সোমবার থেকে আনলক-১ শুরু হওয়ায় অর্থনৈতিক কাজে ফিরতে শুরু করেছে ভারত। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাস্ক পরা ও নিরাপদ দূরত্ব বজায় রাখা সহ নিয়মগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *