Breaking News

পুলিশ চাইল ২৩৯ কোটি, পেল ৭৫ কোটি টাকা

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার ২৫৮ পুলিশ সদস্য। মারাও গেছেন ১৫ জন। অথচ সেই পুলিশ বাহিনীই করোনা মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এমন কী ঈদুল ফিতরের বোনাস, বাংলা নববর্ষের ভাতাও পাননি অনেকে। এ জন্য এপ্রিল থেকে জুন মাসের বেতন, ভ্রমণ ব্যয়, কিছু যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম ক্রয়, বাংলা নববর্ষের ভাতা ও ঈদুল ফিতরের (আংশিক) বোনাসসহ আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য অর্থবিভাগের কাছে ২৩৯ কোটি টাকা চেয়েছিল পুুলিশ বিভাগ। অর্থবিভাগ বৃহস্পতিবার এসব বাবদ ছাড় করেছে মাত্র ৭৫ কোটি টাকা।

রাজস্ব আদায় কম হওয়ায় এই মুহূর্তে সরকার কিছুটা অর্থসংকটেও রয়েছে বলে জানা গেছে। অর্থবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রয়োজনীয় বাকি অর্থ ছাড় করতে আরও সময়ের প্রয়োজন হবে।

এদিকে পুলিশ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সংকটের কথাও বলা হয়েছে। করোনা মোকাবিলায় সম্মুখভাগ যোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও পাচ্ছেন না। পিপিই ও এন-৯৫ মাস্কেরও ঘাটতি রয়েছে। প্রান্তিক পর্যায়ের অনেক পুলিশ সদস্যই সুরক্ষা সামগ্রী ছাড়াই দায়িত্ব পালন করছেন। এতে তারাই বেশি আক্রান্ত হচ্ছেন এবং প্রতিনিয়তই তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

জানা গেছে, সারা দেশে চার হাজার ২৫৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপির অন্তত ১ হাজার ৫১৪ জন। তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে।
সূত্র জানায়, করোনা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ১৭ মে এ সংক্রান্ত খাতে ব্যয় মেটাতে অর্থমন্ত্রীর কাছে ২৩৯ কোটি টাকা চায়। সেখান থেকে মাত্র ৭৫ কোটি টাকা ছাড় করা হয়েছে বৃহস্পতিবার। এ জন্য বাংলাদেশ পুলিশ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সরা অনেকেই এখনো বোনাস পাননি।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টা সম্পর্কে আমি অবগত নই। তবে কিছু সীমাবদ্ধতা তো রয়েছে। এটা মহামারী। এ জন্য কেউই প্রস্তুত ছিলাম না। এখন আমাদের সীমিত সম্পদ নিয়েই মোকাবিলা করা হচ্ছে। আশা করা যায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এখন প্রত্যেকের জীবন রক্ষা করা সরকারের প্রধান কাজ এবং সরকার সেটাই করে যাচ্ছে বলে জানান তিনি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *