করোনা শনাক্ত হওয়া পর থেকে নিজ বাসায় আইসোলেশনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর মধ্যে তার চিকিৎসক জানিয়েছেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা বুঝার জন্য আগামী তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (২৫ মে) তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।
চিকিৎসক জানান, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার ডা. জাফরুল্লাহ চৌধুরীর বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু কিডনি চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তিনি ডায়ালাইসিস করাচ্ছেন এবং করোনায়ও আক্রান্ত হয়েছেন, তাই তার অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে (শনিবার) তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসেছেন। সকালের দিকে তার অল্প শ্বাসকষ্ট ছিল। করোনা রোগী ও কিডনি ডায়ালাইসিসের রোগীর জন্য এটি অস্বাভাবিক বিষয় নয়। তবে, এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’