Breaking News

আকাশসীমায় প্রবেশ করায় ভারতীয় ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান | সংবাদ

বুধবার আজাদ কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের(সীমান্তরেখা) কাছে ওই ভারতীয় ড্রোনটি ভূপাতিত করা। পাকিস্তান সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ দফতরের (আইএসপিআর) মিডিয়া উইং টুইটার অ্যাকাউন্টে এক পোস্ট করে এ তথ্য জানিয়েছে। খবর : ডন।
পাকিস্তান আইএসপিআরের টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, সীমান্তরেখার রাখচিকরি সেক্টরে ভারতীয় ড্রোনটি গু’লি করে নামানো হয়। সেটি পাকিস্তানের আকাশ সীমায় ৬৫০ মিটার ভেতরে ঢুকেছিল।

ভারত প্রায় আকাশীসীমা লঙ্ঘনের চেষ্টা চালায়। গত মাসে একই ধরনের এক ঘটনায় সাঙ্খ জেলায় আরেকটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছিল পাকিস্তান। এরকম অভিযোগ করে পাকিস্তান। এর আগে এই সীমান্তেইগত বছরের মার্চে আরেকটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছিল পাকিস্তান। খবর : এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানের সেনা সূত্র জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী তাদের সীমান্তের ওপারে ড্রোন পাঠিয়ে আকাশ থেকে পাকিস্তানের সেনা ঘাঁটিগুলোর ছবি তোলাসহ অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা চালায়। যেগুলো হা’মলা চালানোর সময় টার্গেট নির্ধারনে ব্যবহার করে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *