Breaking News

গাজীপুরে কিশোরীকে ‘ধ’র্ষণের ভিডিও’ ফেইসবুকে, কিশোর গ্রে’প্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কিশোরীকে ধ’র্ষণের ভিডিও ফেইসবুকে প্রচারের অভিযোগে এক কিশোরকে গ্রে’প্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এ ঘটনায় শ্রীপুর থানায় মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা দুই কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন।

কিশোরদের একজনের বয়স ১৪ বছর। গাজীপুরের কাপাসিয়া উপজেলার নয়ানগর গ্রামে তার বাড়ি। অপরজনের বয়স ১৫ বছর। তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাবুপুর গ্রামে। তারা শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।

১২ বছরের ওই কিশোরীও ওই বাড়ির একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকে।

ওসি মামলার নথির বরাতে বলেন, দুই কিশোর ওই কিশোরীকে গত ১১ মে ফুঁসলিয়ে ভাড়া বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। একই সঙ্গে মোবাইল ফোনে ভিডিও করে রাখে। মঙ্গলবার রাতে তারা ওই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেয়।

ওসি বলেন, মামলার পর বুধবার এক কিশোরকে শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে গ্রে’প্তার করছে পুলিশ। অন্যজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *