স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আইসোলেশনে আছেন। তার পরিবারের একজন সদস্যের মাঝে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া যাওয়ায় তিনি হোম আইসোলেশনে আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির একাধিক সূত্র।
এদিকে ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দায়িত্বের বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘স্যার আমাকে কয়েকদিনের জন্য দায়িত্ব দিয়ে গেছেন। তবে তিনি অসুস্থ কি-না তা জানার জন্য তাকে ফোন দিতে হবে।’
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে তাকে ফোনে কল করা হলে তিনি এসএমএস করে জানিয়েছেন, ‘আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র বলেন, ‘স্যারের পরিবারের একজন সদস্যের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যাওয়ায় তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন। তবে স্যারের কোভিড-১৯ সংক্রমণ আছে কি-না তা পরীক্ষা করার পরেই জানা যাবে।’
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন ডা. আবুল কালাম আজাদ। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং-বুলেটিনে প্রায়ই গণমাধ্যমের সামনে আসছিলেন তিনি। তবে করোনাভাইরাস সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে সেটিকে এপ্রিলের প্রথম সপ্তাহে দৈনন্দিন বুলেটিনে রূপ দেয়ার ক’দিন পর থেকে তাকে গণমাধ্যমের সামনে আর তেমনটা দেখা যাচ্ছে না।