Breaking News

চীনের বিরুদ্ধে এবার করোনার ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির অভিযোগ!

কোভিড-১৯ বিস্তারের জন্য বরাবরই চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিযোগ করেছেন যে, উহানের ল্যাব থেকে করোনার উৎপত্তি, এমন প্রমাণ তার কাছে রয়েছে।

এবার চীনা হ্যাকারদের বিরুদ্ধে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণার তথ্য চুরির অভিযোগ করেছেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

তারা কোভিড-১৯ এর ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করা মার্কিন বিজ্ঞানীদের চীনের হ্যাকারদের বিষয়ে সজাগ থাকতে বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের খবরে এ কথা বলা হয়েছে।

কোভিড-১৯ নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং এর চিকিৎসায় মেধাগত সম্পত্তির দিকেও চীনা হ্যাকারদের নজর বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম দুটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, এসব হ্যাকারদের সঙ্গে চীন সরকারের যোগাযোগ রয়েছে। এ বিষয়ে শিগগিরই সতর্কবার্তা জারি করতে পারে যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কিছু জানেন না বলে সোমবার সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের বিষয়ে আমাকে বলুন। চীনের ব্যাপারে আমি মোটেও সুখী নই। খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি আমরা দেখছি।

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার এমন অভিযোগ অস্বীকার করেছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।তিনি বলেন, করোনার চিকিৎসা ও ভ্যাকসিন গবেষণায় আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। কোনো তথ্য প্রমাণ ছাড়া গুজবের ওপর ভিত্তি করে চীনকে এভাবে টার্গেট করা অনৈতিক।

যুক্তরাষ্ট্রের আগে থেকেই বলে আসছে এই মহামারি নিয়ে ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া ও চীনের সরকার পৃষ্ঠপোষক হ্যাকাররা নানা তৎপরতা চালিয়ে আসছে। এতে করে পাল্টা হিসেবে পেন্টাগনের সাইবার কমান্ড ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাজেন্সিকে করোনা নিয়ে সাইবার যুদ্ধে জড়াতে প্রলুব্ধ করতে পারে বলে নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস।

গত সপ্তাহে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যৌথ এক বিবৃতিতে করোনাভাইরাস নিয়ে কাজ করা স্বাস্থ্য পেশাদারদের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা জয়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *