বিত্তশালী কোনো বাবার সন্তানকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে ফ্ল্যাট বাসা কেনার স্বপ্নে বিভোর ছিল দুই দম্পতি। সেই স্বপ্ন পূরণের জন্য নাজমুল হুদা শামীম ও তার বন্ধু নয়ন মিয়া প্রতিবেশী ভাড়াটে আবু বকর সিদ্দিকের শিশুপুত্র সাব্বির হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। গাজীপুর থেকে অপহৃত শিশুকে উত্তরা থেকে উদ্ধারের পর বিষয়টি জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ৬ বছরের শিশু সাব্বিরকে অপহরণ মিশনে সম্পৃক্ত হয় শামীমের স্ত্রী সোমা আক্তার ও নয়নের স্ত্রী
সুরাইয়া আক্তার শিউলি। গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকা থেকেনরোববার সকালে নানা কৌশলে শিশুটিকে অপহরণ করে উত্তরা নিয়ে যায় তারা ।নএকমাত্র শিশুপুত্রকে না পেয়ে পাগল হয়ে যায় তার পুরো পরিবার। খোঁজাখুঁজি করে কোথাও সাব্বিরের সন্ধান না পেয়ে বাসন থানায় অপহরণ মামলা করেন আবু বকর।
এরই মধ্যে তার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শামীম ও নয়ন। এরপর ছেলেকে উদ্ধারের জন্য র্যাব ১ এর দ্বারস্থ হন আবু বকর। অপহরণের ১৮ ঘণ্টা পর সোমবার সকালে উত্তরার পরিত্যক্ত একটি ভবন থেকে শিশুটিকে উদ্ধার করেন র্যাব ১ সদস্যরা। এ সময় শামীম ও তার স্ত্রী সোমা আক্তার,নয়ন ও তার স্ত্রী শিউলিকে আটক করা হয়েছে।
গাজীপুর ক্যাম্পের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ধনী হওয়ার স্বপ্ন থেকে এই অপহরণের পরিকল্পনা করে তারা। সাব্বিরকে অপহরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তাকে হত্যার পরিকল্পনাও ছিল তাদের। এরই মধ্যে র্যাব সদস্যরা হানা দেয় অপহরণকারীদের আস্তানায়।