শেরপুরে মানসিকভাবে অসুস্থ্য এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হ’ত্যা করেছেন। বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার জঙ্গলদি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক আবুল কাশেমকে (৫২) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম ঢাকায় ফেরি করে কাচামাল বিক্রি করত। ভাল না লাগায় প্রায় এক বছর আগে তিনি বাড়ীতে চলে আসেন।
কিন্তু কোন কাজ না করে বসে বসে খেতেন। এক পর্যায়ে তিনি মানসিক বিকারগ্রস্থ্য হয়ে পড়েন। মাঝে মধ্যেই স্ত্রী রোকেয়া বেগম কাঞ্চন (৪০) এর সাথে তার ঝগড়া-বিবাদ হত। কিছুদিন আগে তাকে জামালপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। করোনা শুরু হলে চিকিৎসকরা তাঁকে বাড়ীতে পাঠিয়ে দেন।
বুধবার সেহেরীর সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এসময় উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কাশেম স্ত্রী কাঞ্চনকে কুপিয়ে গুরুতর আ’হত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে রওনা হলে পথে ফুলপুর উপজেলায় পৌঁছলে কাঞ্চন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘাতক আবুল কাশেমকে আটক করে এবং ওই গৃহবধুর লাশ মর্গে পাঠায়। শেরপুর সদর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।