Breaking News

আত্মসমর্পণ করে বিশেষ প্রণোদনা পেলেন ৬৭ চরমপন্থি

সিরাজগঞ্জে চরমপন্থি থেকে স্বাভাবিক জীবনে ফেরা ৬৭ জনকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

এ উপলক্ষে সকালে, শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, তামীম ইমাম, মমিন মণ্ডল এবং হাসিবুল ইসলাম স্বপন, জেলা প্রশাসক ড. ফারুকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬৭ জনকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়। বিভিন্ন সময়, চরমপন্থি দল থেকে আত্মসমর্পণ করেন স্বাভাবিক জীবনে ফেরেন ওই ৬৭ জন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ প্রণোদনা প্যাকেজ থেকে তাদের অর্থসহায়তা দেয়া হয় বলে জানান পুলিশ সুপার।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *